মাগুরা প্রতিদিন : মাগুরায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক দূর্ণীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার সকালে জেলার শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন পালন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নির্মল কুমার সাহার সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নারগিস সুলতানা, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও সাবেক অধ্যক্ষ মুন্সী মোখলেছুর রহমান, কমিটির নির্বাহী সদস্য সুবর্না জামানসহ অন্যরা।
বক্তারা আলোচ্য বিষয়ের বক্তব্য রাখেন এবং দূর্ণীতিরোধের নানা উপায় সমূহ নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।