মাগুরা প্রতিদিন : গণপ্রকৌশল দিবস এবং আইডিইবি’র ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার মাগুরায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ টায় ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইন্জিনিয়ার্স বাংলাদেশ-আইডিইবি, মাগুরা জেলা শাখার উদ্যোগে শহরের ভায়নার মোড় থেকে দিবসটি উপলক্ষে বের হওয়া র্যালিটি শহর প্রদক্ষিণ করে। পরে আইডিইবি জেলা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।
আইডিইবি’র মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ মাহাবুবুর রহমান টিটোর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন মাগুরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী ড. মোঃ মিজানুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সরকার হারুন অর রশিদ, মাগুরা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান, টিটিসি অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলাম প্রমুখ।
বক্তারা সংগঠনটির উত্তরোত্তর সফলতা কামনা করে বক্তব্য রাখেন।