মাগুরা প্রতিদিন : কেক কাটা এবং আলোচনা সভার মধ্য দিয়ে মাগুরায় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার (৩০ নভেম্বর) বেলা ১১টায় সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার মিলনায়তনে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করে কেক কাটা হয়।
দৈনিক বাংলাদেশের আলো মাগুরা জেলা প্রতিনিধি শিমুল রানার আয়োজনে কেক কাটা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আইয়ুব আলী, আরটিভি ও আমাদের সময় সিনিয়র সাংবাদিক এড. মোখলেছুর রহমান , বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ টিভির সাংবাদিক রাশেদ খান, দৈনিক প্রথম আলো পত্রিকার সাংবাদিক কাজী আশিকুর রহমান, মাই টিভি সাংবাদিক আশরাফুল আলম সাগর, এসএ টিভির সাংবাদিক আব্দুল আজিজ রহমান, মাগুরা জেলা রিপোর্টার্স ইউনিটের সভাপতি ও গ্লোবাল টিভি দৈনিক চিত্র পত্রিকার সাংবাদিক ইউনুস আলী, ইসলামী টেলিভিশন ও দিনের আলো পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর আলম, দৈনিক দেশেরপত্র পত্রিকার জেলা প্রতিনিধি ওবাইদুর রহমান, দীপ্ত টিভি ও খবর কাগজ পত্রিকার সাংবাদিক কাশেমুর রহমান শ্রাবণ , প্রতিদিনের সংবাদ পত্রিকার সাংবাদিক লিটন ঘোষ জয় সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ প্রমুখ।