মাগুরা প্রতিদিন : মাগুরায় জেলা প্রশাসনের পাশাপাশি জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে।
সকাল ৮টায় মাগুরা কালেক্টরেট প্রাঙ্গন থেকে জেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ভায়না মোড়, আতর আলী রোড, চৌরঙ্গী মোড় ঘুরে নোমানী ময়দানে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মাগুরা টাউন হল ক্লাব, সুরসপ্তক, মাগুরা সরকারি কলেজ সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।
পরে শহরের নোমানী ময়দানে জেলা প্রশাসন আয়োজিত লোকজ মেলার উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।
মেলায় নানা রকম হস্তশিল্প, পিঠাপুলি, লোকজ সংস্কৃতি ও সংগীতের আয়োজন উপভোগ করেন হাজারো মানুষ।
জেলার অন্যান্য উপজেলাতেও নানা উৎসবের আয়োজন করা হয়।