মাগুরা প্রতিদিন : মাগুরা শহরের পৌরসভার ইসলামপুর পাড়া ও নিজনান্দুয়ালী চরপাড়ার মাঝে নবগঙ্গা নদীর উপর নির্মিত সেতুতে সংযোগ সড়কের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার সকালে শহরের চৌরঙ্গী মোড়ে আয়োজিত মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা।
মানববন্ধন সমাবেশে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, মাহবুবুল আলম টিপু, আমির হোসেন, সুজন বিশ্বাসসহ অন্যরা।
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে নবগঙ্গা নদীর উপর সেতুর নির্মাণ কাজ শেষে ২০২০ সালের ৯ নভেম্বর এটির উদ্বোধন করা হয়। কিন্তু সংযোগ সড়ক নির্মিত না হওয়ায় সেতুটির সুবিধা পাওয়া যাচ্ছে না। উপরোন্তু এলাকার প্রায় ১০ হাজার মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।