মাগুরা প্রতিদিন: মাগুরায় ঈদ উপলক্ষ্যে অতি দরিদ্রদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্যে বরাদ্দকৃত প্রায় ৫৬ বস্তা চাউল সহ কালাম মল্লিক নামে এক চাউল ব্যবসায়ী এবং হাসান কাজী ও খয়ের আলি নামে দুই নছিমন চালককে আটক করেছে শালিখা থানা পুলিশ।
মাগুরার শালিখা উপজেলার দীঘলগ্রামের চাউল ব্যবসায়ী রাজু শিকদার সদর উপজেলার মঘি এবং শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়ন পরিষদ এলাকা থেকে ওইসব চাউল ক্রয় করে। পরে গোপনে বাজারে বিক্রির উদ্দেশ্যে সেসব চাউল টিওরখালি গ্রামের হাসান কাজীর বাড়িতে লুকিয়ে রাখা হয়। কিন্তু তার আগে গোপন সংবাদের প্রেক্ষিতে পুলিশ লুকিয়ে রাখা ওইসব চাউলসহ তিনজনকে আটক করে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার থেকে মাগুরার বিভিন্ন ইউনিয়নে হত দরিদ্রদের মধ্যে ১০ কেজি করে বিনামূল্যে চাল বিতরণ শুরু করা হয়। কিন্তু বিতরণ কার্যক্রম শেষ হওয়ার আগেই সরকারি চাউল গোপনে বিভিন্ন এলাকা থেকে এনে বাড়িতে লুকিয়ে রাখা হচ্ছে জানতে পেরে শনিবার দিবাগত রাত ১ টার দিকে টিওরখালি গ্রামে অভিযান চালানো হয়। এ সময় নছিমন চালক হাসান কাজী এবং খয়ের আলিকে সরকারি চাউলসহ আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী মঘি ইউনিয়ন পরিষদ এলাকা থেকে কালাম মল্লিক নামে এক চালকল মালিককেও আটক করা হয়েছে। চাউল ব্যবসায়ী রাজু শিকদার বিভিন্ন ইউনিয়ন পরিষদ থেকে চাল সংগ্রহ করার পর বাজারে বিক্রির উদ্দেশ্যে গোপনে টিউরখালি গ্রামের ওই বাড়িতে জমায়েত করছিলো বলে পুলিশের হাতে আটককৃতরা স্বীকার করেছে।
তবে হত দরিদ্রদের চাউল বিক্রির ঘটনায় ইউনিয়ন পরিষদের কারো কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন সংশ্লিষ্ট তালখড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুদ্দিন মণ্ডল এবং মঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাচনা হেনা।
এ বিষয়ে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যেই ৩ ব্যক্তিকে আটক করা হয়েছে। এছাড়া এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত আছে।