আজ, বৃহস্পতিবার | ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | রাত ৯:৪৬

ব্রেকিং নিউজ :

মাগুরার কানুটিয়ায় সড়ক দূর্ঘটনায় মোট ৩ জনের মৃত্যু

মাগুরা প্রতিদিন ডটমকম : মাগুরার মহম্মদপুর উপজেলার কানুটিয়া এলাকায় যাত্রিবাহী বাসের ধাক্কায় ইজিবাইক চালক এবং অপর দুই যাত্রির মৃত্যু হয়েছে।

রবিবার বেলা ১২ টার দিকে মাগুরা থেকে ছেড়ে যাওয়া যাত্রিবাহী পরিবহনটি মাগুরা-মহম্মদপুর সড়কের কানুটিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ইজিবাইককে আঘাত করে। এতে ইজিবাইক চালকসহ ৪ জন গুরুতর আহত হয়।

দূর্ঘটনার খবর পেয়ে মহম্মদপুর উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে পথেই ইজিবাইক চালক রাব্বি (২২) এবং জসিম (২৪) নামে এক যাত্রির মৃত্যু হয়। দূর্ঘটনায় আহত অপর দুইজনের মধ্যে নির্মল কুমার বিশ্বাসকে (৬০) যশোর নেওয়ার পথে মৃত্যু হয়েছে।

নিহত তিনজনের বাড়ি মহম্মদপুর উপজেলার বিভিন্ন গ্রামে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম হোসেন জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ইজিবাইকটিকে আঘত করায় এই হতাহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। তবে দূর্ঘটনার পর পরই বাসের চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology