মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শ্রীপুর উপজেলার দুরান নগর এলাকায় শুক্রবার সড়ক দূর্ঘটনায় নাহিদ হাসান দিপ্ত (২৪) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি একই উপজেলার গোয়ালদহ গ্রামের নবুয়ত হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, রাজবাড়ি জেলায় একটি বিয়ে বাড়িতে অংশ নিতে তিনি দুপুরে মটর সাইকেল যোগে বাড়ি থেকে রওনা দেন। পথে দুপুর সাড়ে ১২ টার দিকে গোয়ালদহ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ছুটে আসা ইঞ্জিনচালিত একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।
নিহত পুলিশ সদস্য নাহিদ ঢাকায় কর্মরত ছিলেন বলে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন জানান।