মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার নবাগত পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন সুরসপ্তকের প্রশিক্ষক শিক্ষার্থীরা।
শনিবার বিকালে মাগুরার অন্যতম সাংস্কৃতিক সংগঠন সুরসপ্তকের প্রতিনিধি দল পুলিশ সুপার মশিউদদৌলা রেজা (পিপিএম বার) এর কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় সুরসপ্তক প্রতিনিধিরা পুলিশ সুপারের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
সুরসপ্তকের পক্ষে প্রশিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন তন্দ্রা অধিকারী, সত্য চক্রবর্তী, সুরভী ইসলাম।
সুরসপ্তকের প্রতিনিধি দল নতুন পুলিশ সুপারকে স্বাগত জানানোর পাশাপাশি সুরসপ্তকের প্রতিষ্ঠাতা জাহিদুল আলমের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। এসময় তারা সংগঠনের কার্যক্রম সম্পর্কে সম্পর্কে নতুন অতিথিকে অবহিত করেন।
মাগুরা জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত সকল অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে সুরসপ্তক জাতীয় কর্মসূচিতে নিজেদের প্রতিনিধিত্ব বজায় রেখে আসছে।