মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুরে শুক্রবার পৃথক ঘটনায় দুই স্কুল ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতরা হচ্ছে চরপাচুড়িয়া গ্রামের ইমরোজ শেখের মেয়ে বৈশাখী (১৩) এবং চাকুলিয়া গ্রামের হাসমত মোল্যার মেয়ে স্বপ্না (১০)।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে ছোট বোনের সঙ্গে ঝগড়া হয় বৈশাখীর। বাড়ির অন্যান্যরা যখন কাজে ব্যস্ত এমন সময় সে ঘরে ঢুকে অভিমান করে গলায় ফাঁস নেয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। বৈশাখী মহম্মদপুর বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থি।
অপরদিকে চাকুলিয়া গ্রামের হাসমত মোল্যার মেয়ে স্বপ্নাকে সকালের দিকে ঘরের মধ্যে গলায় ওড়না পেচিয়ে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। ঘটনার পর তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলেও পথেই তার মৃত্যু হয়। তার আগে সে বাড়িতে সম বয়সিদের সঙ্গে খেলা করছিল। কিন্তু তার গলায় ফাঁস নেয়ার কারণ সম্পর্কে সুনির্দিষ্টভাবে পরিবারের সদস্যরা কিছু জানাতে পারেনি।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উভয় ঘটনায় তদন্ত শেষে পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে।