আজ, বৃহস্পতিবার | ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | রাত ১২:২৩

ব্রেকিং নিউজ :

মাগুরার মহম্মদপুরে বজ্জ্রপাতে দুই যুবকের মৃত্যু

মাগুরা প্রতিদিন : মাগুরার মহম্মদপুরে বজ্জ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে।

নিহতরা হচ্ছেন, উপজেলার কানুটিয়া গ্রামের মীর্জা জালাল উদ্দীন বেগের ছেলে মীর্জা মুহিত বেগ তন্ময় (২২) এবং চরপাড়া গ্রামের আফরান শেখের ছেলে উমেদ আলি শেখ (২০)।

বৃহস্পতিবার বেলা চারটার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের কানুটিয়া ও চরপাড়া  এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানায়, বিকালে তারা নিজ নিজ এলাকায় ক্ষেতে কৃষিকাজে ব্যস্ত ছিলেন। এসময় হঠাৎ বজ্জ্রপাতে তারা গুরুতর আহত হন। এ ঘটনার পর স্বজনেরা তাদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ বোরহানুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology