মাগুরা প্রতিদিন ডটকম : হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে হিন্দু নারীদের শাড়ি উপহার দিয়েছেন মাগুরার মহম্মদপুরের সন্তান স্বাধীনতা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সংগীতা বিশ্বাস।
বুধবার রাতে মাগুরার মহম্মদপুরের পলাশবাড়িয়া ইউনিয়নের মধুপুর বিশ্বাসের বাড়ির সার্বজনীন দুর্গা মন্দিরের সামনে গ্রামের শতাধিক হিন্দু নারীদের মাঝে এসব উপহার তুলে দেন তিনি।
এ সময় বীর মুক্তিযোদ্ধা ভবেশচন্দ্র বিশ্বাস, বাংলাদেশ ছাত্রলীগের সহ সভাপতি শওকতুজ্জামান সৈকত, ডুয়েট ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহান, মাগুরা জেলা ছাত্রলীগের সহ – সম্পাদক সজিব প্রমুখ উপস্থিত ছিলেন।
সংগীতা বিশ্বাস জানান, হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে শারদীয় দুর্গা পূজার আনন্দ উত্সব চলছে। সেই উত্সবে শরীক হতেই এই উপহার। গরীব-দু:খী কোনো মানুষ যেনো দূর্গোৎসবের আনন্দ থেকে বাদ না পড়ে সে জন্য ব্যক্তিগত পক্ষ থেকে উপহার দেয়া।