মাগুরা প্রতিদিন ডটকম : বিভিন্ন উপলক্ষ নিয়ে দেশের গ্রামাঞ্চলের সাধারণ মানুষ নানা উত্সবে মেতে ওঠে। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার মাগুরার মহম্মদপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামের সাধারণ মানুষ তেমনই উত্সবে মেতেছিলো।
খাল বিলে পানি বৃদ্ধি পাওয়ার উপলক্ষে সাধারণ গ্রামবাসিদের পক্ষ থেকে সেখানে আয়োজন করা হয় কলা গাছের তৈরি ভেলা বাইচ প্রতিযোগিতা। সাথে ছিল আত্মরক্ষা, বেলুন ফোটানো সহ আরো নানা প্রতিযোগিতা।
আর এই প্রতিযোগিতার স্থানকে ঘিরে গড়ে ওঠে মেলা। যেখানে চৌবাড়ি গ্রাম ছাড়াও পার্শ্ববর্তি বিভিন্ন গ্রামের হাজারও মানুষ অংশ নেয়।
প্রতিযোগিতা শেষে আয়োজকদের পক্ষ থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
করোনাকালের স্থবিরতা কাটিয়ে এমন উত্সবের আয়োজনে খুশি সাধারণ মানুষ। খুশি আয়োজকরাও।