আজ, মঙ্গলবার | ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | সকাল ৭:৩১

ব্রেকিং নিউজ :

মাগুরার মামলায় ৭ লণ্ডনপ্রবাসী গ্রেফতার

মাগুরা প্রতিদিন ডটকম : হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৭ পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর মতিঝিলে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয় থেকে তাদের গ্রেফতার হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ভাইস চেয়ারম্যান জামাল মিয়া, পরিচালক আবদুর রব, পরিচালক কামাল মিয়া, পরিচালক আবদুর রাজ্জাক, পরিচালক আবদুল আহাদ, পরিচালক জামাল উদ্দিন এবং পরিচালক আবদুল হাই।

গ্রেফতারকৃত পরিচালকদের সবাই লণ্ডন প্রবাসী বলে জানা গেছে। এ ছাড়াও জামাল মিয়া ও কামাল মিয়া এবং আবদুল আহাদ ও আবদুল হাই পরস্পর সম্পর্কে আপন ভাই।

মতিঝিল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) কাজী মো. নাসিরুল আমিন জানান, বুধবার বিকেলে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে তাদের ঢাকার সিএমএম আদালতে পাঠানো হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেছে।

এ বছরের ৩ আগস্ট মাগুরার শালিখা আমলি ম্যাজিস্ট্রেট আদালতে মোফাক্কার আলি রেন্টু, হাবিবুর রহমান, আজর আলি এবং নায়েব আলি নামে চারভূক্তভোগী হোমল্যাণ্ড লাইফ ইন্সুরেন্সের ওই ৭ পরিচালকের নামে মামলা দায়ের করেন।

মামলায় অভিযুক্তদের নামে ১ শত ৮ জন গ্রাহকের জমাকৃত প্রায় ১ কোটি টাকা আত্মসাথের অভিযোগ আনা হয়। ওই মামলার সমনের প্রেক্ষিতে বুধবার মতিঝিল থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology