আজ, বুধবার | ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | বিকাল ৩:০২


মাগুরার শ্রীপুরে দুটি আগ্নেয়াস্ত্রসহ দু’জন আটক

মাগুরা প্রতিদিন : মাগুরার শ্রীপুরে দুটি আগ্নেয়াস্ত সহ দুই যুবককে আটক করেছে র‍্যাব।

আটককৃতরা হলো,  উপজেলার শ্রীপুর গ্রামের গোকুল বিশ্বাসের পুত্র মিন্টু বিশ্বাস (৩৯) ও অহিদুল বিশ্বাসের পুত্র ইব্রাহিম বিশ্বাস (২৫)।

মঙ্গলবার রাতে শ্রীপুর উপজেলার খামারপাড়া গোরস্থান মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‍্যাব এবং পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ এবং সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খামারপাড়া গোরস্থান মোড় এলাকায় অভিযান চালিয়ে বায়তুন নুর জামে মসজিদের পাশে পাঁকা রাস্তার উপর থেকে তাদের আটক করে।

এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরী ২ টি পাইপগান উদ্ধার করা হয়।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসনীম আলম বলেন, আটককৃতরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। মিন্টু বিশ্বাসের নামে এর আগেও অস্ত্র মামলাসহ ৪ টি মামলা রয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology