মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর উপজেলার সোনাতুন্দি গ্রামে অভিযান চালিয়ে ইয়াবার একটি চালান আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। এ সময় রাশেদুল (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করে। সে পেটের ভেতরে করে ২শ ৭৬পিস ইয়াবা বহন করছিল।
শ্রীপুর থানা পুলিশ জানায়, শ্রীপুর থানা পুলিশের এসআই মোঃ লায়েকুজ্জামান ও এসআই মোঃ মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৯টার দিকে থানার সোতাতুন্দী গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের আলীম শেখের মেহগনি বাগান হতে একই গ্রামের মকবুল হোসেনের ছেলে রাশেদুলকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে রাশেদুল স্বীকার করে কক্সবাজারের টেকনাফ থেকে তার সহযোগী তারাউজিয়াল গ্রামের কাজলের সহায়তায় ইয়াবা ট্যাবলেটের চালান নিয়ে আসে। কালো টেপে মুড়িয়ে কৌশলে সে পেটের মধ্যে করে এসব ইয়াবা বহন করে এসেছে বলেও পুলিশের কাছে স্বীকার করে। পরে তাকে মলত্যাগের মাধ্যমে সে কালো টেপে মোড়ানো অবস্থায় ২শ ৭৬ পিস ইয়াবা বের করে। তার পেটে আরও ইয়াবা আছে কিনা সেই বিষয়টি নিশ্চিত হতে দ্বারিয়াপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলি আহমেদ মাসুদ জানান।