আজ, বুধবার | ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:৫৩

ব্রেকিং নিউজ :
ছাত্রলীগ নেত্রী নিশি এবং সুস্মিতা গ্রেফতার শালিখায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ও তারণ্যের উৎস উদ্বোধন মাগুরা পৌরসভার সাবেক মেয়র ইকবাল আকতার খান কাফুরের ইন্তেকাল মাগুরার সাবেক এমপি শিখর এবং স্ত্রীর নামে দুদকে মামলা মাগুরায় ছাত্র আন্দোলনে নিহত রাব্বির সন্তানের দায়িত্ব নিলেন তারেক রহমান মাগুরা পৌরসভার সাবেক কাউন্সিলর মীর বাবু গ্রেফতার মাগুরায় ইয়াং স্টার একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আগস্ট বিপ্লবের পর বাহাত্তরের সংবিধান চলতে পারেনা-মাও. মুহাম্মাদ মামুনুল হক জাহাজে নৃশংস হত্যাকাণ্ডের শিকার মাগুরার দুই পরিবারে শোকের মাতম

মাগুরার শ্রীপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যা!


মাগুরা প্রতিদিন : মাগুরার শ্রীপুরে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে যাবার কথা বলে পথেই স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

নিহত গৃহবধূ মোছা. মনিকা খাতুন (২৫) উপজেলার চরচৌগাছি গ্রামের মাজেদ শেখের মেয়ে। অভিযুক্ত স্বামীর নাম টিপু বিশ্বাস (৩০)।

পারিবার সূত্রে জানা যায়, বছর তিনেক আগে টিপু বিশ্বাসের সাথে মনিকা খাতুনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর এক বছর পর তারা পালিয়ে বিয়ে করেন। কিন্তু টিপুর পরিবার এ বিয়ে মেনে নেয়নি। যার কারণে মনিকা তার বাবার বাড়িতেই থাকতো। এরই মধ্যে গত বছর টিপুকে উপজেলার ঘাসিয়াড়া গ্রামে নাজমীমের সঙ্গে বিয়ে দেন তার পরিবার । এ অবস্থায় দ্বিতীয় স্ত্রীকে নিয়ে তিনি বসবাস করছিলেন।

এদিকে গত শনিবার (১৩ এপ্রিল) টিপু তার প্রথম স্ত্রী মনিকার বাবার বাড়িতে গিয়ে রাত যাপন করেন। পরদিন সকাল ১১টার দিকে টিপু মনিকাকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে দু’জনে মোটরসাইকেলযোগে বের হন। পথে উপজেলার মালাইনগর গ্রামের মালাইনগর প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে দুলাল কাজীর পুকুরের পাড়ে নিয়ে গিয়ে টিপু মনিকাকে পিটিয়ে মারাত্মক আহত করে। এ ঘটনার পর এলাকাবাসি বিকাল সাড়ে ৩টার দিকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনিকাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসমীম আলম জানান,  মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে স্বামী টিপু পলাতক রয়েছেন। তাকে আটকে পুলিশি অভিযান চলছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology