মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় ইয়াং স্টার একাডেমির একযুগপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার আলোচনা সভা ও নতুন পুরাতন খেলোয়াড়দের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
সকালে সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার চত্ত্বরে একাডেমির বর্তমান ও প্রাক্তন খেলোয়াড়দের উপস্থিতিতে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।
ইয়াং স্টার একাডেমি পরিচালক সৈয়দ বারিক আনজাম বারকি’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ¦ মকবুল হোসেন, প্রাক্তণ সাধারণ সম্পাদক ক্রীড়া ব্যক্তিত্ব অধাপক কামরুজ্জামান চাঁদ, পৌর আওয়ামীলীগ সভাপতি বাকি ইমাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামিম খান প্রমুখ।
ইয়াং স্টার একাডেমির যুগপূর্তি উপলক্ষে আলোচনা সভাকে ঘিরে সৈয়দ আতর আলি গণগ্রন্থাগার চত্ত্বর নতুন পুরাতন খেলোয়াড়দের মিলনমেলায় রূপ নেয়।