মাগুরা প্রতিদিন ডটকম : ‘অসমতা দূর করি,এইডস মুক্ত বিশ্ব গড়ি’ এ প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার মাগুরায় পালিত হয়েছে বিশ্ব এইডস দিবস।
এ উপলক্ষে সকাল ১০ টায় মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। র্যালি শেষে হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ও মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার এ এস এম মারুফ হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাসপাতালের আরএমও ডাক্তার বিকাশ কুমার শিকদার, ডাক্তার জয়ন্ত কুমার কুন্ডু, ডাক্তার শফিউর রহমান, ডাক্তার মেহেদী হাসান প্রমুখ। মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।