মাগুরা প্রতিদিন ডটকম : জাতীয় শোক দিবস উপলক্ষে মাগুরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়ে গেল আবৃত্তি অনুষ্ঠান ‘শ্রাবণের শোকগাথা’।
বঙ্গবন্ধুকে নিবেদিত পঙক্তিমালা নিয়ে আবৃত্তি পরিবেশন করেন মাগুরার আবৃত্তি সংগঠন কন্ঠবীথির সদস্যবৃন্দ।
কন্ঠবীথির ব্যবস্থাপনা ও পরিবেশনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে একক, যৌথ ও কোরাস আবৃত্তি পরিবেশন করেন শিল্পী সেলিম, মুস্তাফিজ, সোহান, সাগর, স্নিগ্ধা, রিয়াজ, ফাল্গুনি, অর্পিতা, আব্দুর রমিম, মাজহারুল হক লিপু ও রকিবুল হক দিপু।
পরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শেষ হয় এ আয়োজন।