মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর উপজেলার আলমডাঙ্গি এলাকা থেকে বুধবার দুপুরে ফিরোজ জোয়ার্দার নামে চরমপন্থি দলের এক সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে পার্শ্ববর্তি রাজবাড়ি জেলার কালুখালি উপজেলার নগরবাথান গ্রামের আকবর আলির ছেলে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান জানিয়েছেন, সে কালুখালি এলাকায় চরমপন্থি গোষ্ঠী সর্বহারার সক্রিয় সদস্য। তার নামে রাজবাড়ির বিভিন্ন থানায় বিস্ফোরক আইনে ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে রাতে তাকে হত্যা করে দুই জেলার সীমান্তবর্তী ওই এলাকায় ফেলে রাখা হয়। দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
এ ব্যপারে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে।