মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় হিন্দু ধর্মের মহা অবতার শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে শহরে ঢাকা ঢোল পিটিয়ে, কাঁসর বাজিয়ে শহরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
শুক্রবার দুপুরে শহরের কালিমন্দির থেকে বের হওয়া মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন মাগুরা জেলা পরিষদ প্রশাসক পঙ্কজ কুন্ডু।
জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতদোহা ন্যাংটা বাবার আশ্রমে গিয়ে শেষ হয়। সেখানে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এবং প্রধান বক্তা হিসেবে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডক্টর বিরেন শিকদার উপস্থিত ছিলেন।
মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উজ্জল দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ধর্মীয় বক্তব্য রাখেন নিজনান্দুয়ালী শ্রীশ্রী নিতাই গৌর গোপাল সেবাশ্রমের সেবাইত শ্রীমৎ চিন্ময়ানন্দ দাস বাবাজী মহারাজ চঞ্চল, মাগুরা জেলা ইসকনের সাবেক অধ্যক্ষ গোবিন্দ দাস, দরিমাগুরা শ্রীশ্রী নিতাই গৌর গোপাল রাধাবিনোদ সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ ভবানন্দ দাস বাবাজী মহারাজ প্রমুখ।