মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সোমবার জেলা জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এ পুনর্মিলনীতে অংশ নেন।
সকাল ১১ টায় শহরের কলেজ পাড়ায় দলীয় কার্যালয়ে জেলা জাসদ সভাপতি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ ওহিদুল ইসলামের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জাহিদুল আলম।
আলোচনায় অংশ নেন জেলা জাসদ সহ-সভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তি, যুগ্ম সাধারণ সম্পাদক মৃধা খলিলুর রহমান, সাংগঠনিক
সম্পাদক এডভোকেট মিরাজুর রহমান ফিরোজ, শালিখা উপজেলা জাসদ সভাপতি আতিয়ার রহমান জোয়ারদার, শ্রীপুর উপজেলা জাসদ সম্পাদক নুরুল আমিন, মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম লাল্টু, জেলা ছাত্রলীগ সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মিরাজ হোসেনসহ আরও অনেকে।
আলোচনা সভা শেষে সঙ্গীত পরিবেশন করেন মাগুরার সাংস্কৃতিক সংগঠন সুরসপ্তকের শিল্পীবৃন্দ।