মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে রবিবার ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করা হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে সকালে মাগুরা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
‘ডিজিটাল বাংলাদেশের অর্জন উপকৃত দেশের সকল জনগণ’ এই শ্লোগান নিয়ে বের হওয়া শোভাযাত্রাটি সারা শহর প্রদক্ষিণ করে। পরে কালেক্টরেট প্রাঙ্গণে ফিরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
শেষে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।