মাগুরা প্রতিদিন ডটকম : আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে মাগুরায় জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে জেলা ও পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব কুন্ডু, সাধারণ সম্পাদক উজ্জ্বল দত্ত, সহ-সভাপতি সূর্যকান্ত বিশ্বাস, প্রচার সম্পাদক রূপক আইচ, মহম্মদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কানু তেওয়ারি, শ্রীপুর উপজেলা সভাপতি শিশির সরকার, সদর উপজেলার সাধারণ সম্পাদক বিপুল সরকার, পৌর কমিটির সভাপতি পরিতোষ ঘোষ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এড. সঞ্জিত বিশ্বাস ও সাধারণ সম্পাদক রাজেশ গোপাল বিশ্বাস উপস্থিত ছিলেন।
মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসান, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা উল জান্নাহ, শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা, মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল।
উপস্থিত নেতৃবৃন্দ পূজা উদযাপনে সম্প্রীতি রক্ষায় সার্বিক সহায়তার জন্য জেলা ও পুলিশ প্রশাসনের পাশাপাশি সকলের সহায়তা কামনা করেন।
এ বছর জেলায় মোট পূজার সংখ্যা ৬৯০টি। এর মধ্যে মহম্মদপুর উপজেলায় ১২৫টি, শালিখা উপজেলায় ১৬১টি, শ্রীপুর উপজেলায় ১৫০টি, সদরে ২৩১ ও পৌরসভায় ২৩টি শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।