মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় পৃথক সড়ক দুঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে ৪ জন। নিহতরা হলেন মাগুরা সদর উপজেলার লক্ষীখোল গ্রামের কামরুল ইসলামের স্ত্রী গৃহবধূ জুলেখা (৪০) ও মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামের মৃত আব্দুর রহমান মৃধার ছেলে নুর ইসলাম (৫৫)।
মাগুরা রামনগর হাইওয়ে ফাড়ির উপ-পরিদর্শক রফিক জানান, সোমবার দুপুরে মাগুরা-ঝিনাইদহ সড়কের বারোমাইল এলাকায় ঢাকা থেকে খুলনাগামী একটি পরিবহন মাহেন্দ্র (সিএনজি) কে ধাক্কা দিলে মাহেন্দ্রটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় মাহেন্দ্রে থাকা ৫ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে আনা হলে সেখানে জুলেখার মৃত্যু হয়। আহত আশরাফুল, বেলায়েত, রুমানা ও মনিরাকে চিকিত্সা দেওয়া হচ্ছে।
অন্যদিকে বিকালে মাগুরা সদরের বুজরুক শ্রীকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মাগুরা থেকে নড়াইলগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা বাই সাইকেল আরোহিকে ধাকা দিলে ঘটনাস্থালেই নুর ইসলাম মারা যায়।
মরদেহ দুটি মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও পরিবহটিকে আটক করা যায় নি।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানা গেছে।