মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সদর উপজেলার চন্দ্রপ্রতাপ গ্রামে বিষাক্ত মদপানে বিপ্লব কুমার দাস (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া মদের বিষক্রিয়ায় অসুস্থ আরো ৮ জনকে চিকিত্সা দেয়া হচ্ছে।
নিহত বিপ্লব চন্দন প্রতাপ গ্রামের বিকাশ কুমার দাসের ছেলে। সদর উপজেলার পুর্ববাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী বিপ্লব সোমবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধিন অবস্থায় মারা যায়।
স্থানীয় আঠারোখাদা ইউনিয়নের চেয়ারম্যান সঞ্জীবন বিশ্বাস জানান, সোমবার দুর্গা পূজার দশমির রাতে তারা মদ্যপান করে অসুস্থ হয়ে পড়ে। আশংকাজনক অবস্থায় তাদেরকে ফরিদপুর সদর হাসপাতালে ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বুধবার সকালে বিপ্লব কুমার দাস মারা যায়।
এ ঘটনায় অসুস্থদের মধ্যে রুহোল সরদার (১৯), সজীব বিশ্বাসকে (২৯) ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর অসুস্থ পার্থ বিশ্বাস (২৪), শুভ বিশ্বাস (২২), নন্দ বিশ্বাস (১৭),প্রিতম বিশ্বাস (১৪), দীপঙ্কর বিশ্বাস (২৩), অন্তু বিশ্বাস (১৪) এ ছয়জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে।
পুলিশ সুপার খান মুহম্মদ রেজোয়ান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূ‚র্বক এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।