মাগুরা প্রতিদিন ডটকম : শনিবার মাগুরায় জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় মত্স্য সপ্তাহের সমাপনি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মত্স্য চাষিদের মধ্যে পুরস্কার ও আইডি কার্ড বিতরণ করা হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (ডিডি এলজি) খন্দকার আজিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি।
বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, জেলা মত্স্য কর্মকর্তা নারায়ন চন্দ্র দাস, জেলা মত্স্য জরিপ কর্মকর্তা ওয়াহেদুজ্জামান স্বপনসহ অন্যরা।
অনুষ্ঠান থেকে মত্স্য উত্পাদনে ভ‚মিকা রাখার জন্য ৪জন সফল মত্স্য চাষিকে পুরস্কৃত করা হয়। এছাড়া ১৫০ জন জেলেকে আইডি কার্ড দেয়া হয়।