মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় মানব সেবার ব্রত নিয়ে কাজ করছে মাগুরার ৮৭’ফাউন্ডেশন।
মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি-১৯৮৭ ব্যাচের শিক্ষার্থিদের গড়ে তোলা এই স্বেচ্ছাসেবি সংগঠনটি ইতোমধ্যেই এলাকার সাধারণ মানুষের কাছে অত্যন্ত আস্থার একটি ঠিকানা হিসেবে পরিচিতি পেয়েছে।
উদ্যোক্তারা জানান, সংগঠনটি মানুষের কল্যাণে স্বাস্থ্যসেবা ছাড়াও বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রাক্তন শিক্ষকদের সম্মাননা, ছাত্র ছাত্রীদের উপবৃত্তি প্রদান, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের টাকা প্রদান, শিক্ষার্থীদের মাঝে খাতা কলম বিতরণসহ নানা কাজের মাধ্যমে ফাউন্ডেশন নিজেদেরকে নিয়োজিত রেখেছে।