আজ, মঙ্গলবার | ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | দুপুর ১:৩৬


মাগুরায় যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সোমবার শহরের কলেজ রোডে যুগান্তরের জেলা প্রতিনিধি আবু বাসার আখন্দের কার্যালয়ে কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বরেণ্য চিত্রশিল্পী আবদুল আজিজ।

যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে সকাল সাড়ে ১১ টায় পত্রিকার ২৩ বছরে পদার্পন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুন্সী রেজাউল ইসলাম, জাসদ (ইনু) সভাপতি বীর মুক্তিযোদ্ধা অহিদুল ইসলাম ফনি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির আহ্বায়ক অধ্যাপক কাজী ফিরোজ, মাগুরা জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এটিএম আনিসুর রহমান, কবি সাগর জামান, ক্রীড়া ব্যক্তিত্ব বারিক আনজাম বার্কি, সাংবাদিক সাইদুর রহমান, শফিকুল ইসলাম শফিক, শাহিন আলম তুহিন, রূপক আইচ, শরীফ তেহরান আলম টুটুল, কাজী আশিক রহমান, তাছিন জামান প্রমুখ।

পরে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা যমুনা গ্রুপের চেয়ারম্যান প্রয়াত মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology