মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শেখ কামাল উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন করা হয়েছে। বুধবার দুপুর ১২ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে এই ট্রফি উন্মোচন করা হয়।
মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু।
বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রেজোয়ান আহমেদ, সদর উপজেলা ভূমি কর্মকর্তা পাপিয়া আক্তার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী সঞ্জয় জামান বিপু, জনতা ব্যাংক মাগুরা জেলা শাখার ব্যবস্থাপক রফিকুল ইসলাম, সাাংবাদিক আবু বাসার আখন্দ, ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকিসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে আয়োজকরা জানান, ১ নভেম্বর সদর উপজেলার আলোকদিয়া স্কুল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর এবং উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।
সদর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ কামাল উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মোট ১৩টি দল অংশ নেবে। উপজেলার আলোকদিয়া, রাউতাড়া, গাবতলা বাজার, শ্রীরামপুর, শত্রুজিতপুর স্কুল মাঠে প্রথম ও দ্বিতীয় পর্বের খেলা শেষে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে ২১ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে তারা জানান।