মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মনির জন্মদিন পালিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা জন্মদিন উপলক্ষে মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে মাগুরা জেলা আওয়ামী যুবলীগ। এই দোয়া ও মিলাদ মাহফিলে জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, জেলা যুবলীগের সদস্য মীর মনিরুল ইসলাম লিটন, জেলা যুবলীগের সদস্য ও সাংবাদিক মকলেছুর রহমান, উজ্জল, মিশরসহ জেলা ও উপজেলার যুবলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ মাহাফিল পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদে পেশ ইমাম মাওলানা রইচউদ্দিন। এসময় শেখ মনির আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।