মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সড়ক দূর্ঘটনায় দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতরা হচ্ছে ফেনির তোলাতলি গ্রামের আবদুস সাত্তারের ছেলে সাহাবুদ্দিন (৫০) এবং চুয়াডাঙ্গার পাইকপাড়ার মাহবুবুল ইসলামের ছেলে রুবেল (৪০)।
পুলিশ জানায়, শনিবার রাত ১১ টার দিকে মাগুরা-যশোর সড়কের রামনগর এলাকায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাড়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপ যাত্রি সাহাবুদ্দিনের মৃত্যু হয়। অপরদিকে প্রায় একই সময়ে মাগুরা-ঝিনাইদহ সড়কের আলমখালি এলাকায় একটি ট্রাকের সাথে বিপরিত দিক থেকে আসা স্যালো ইঞ্জিন চালিত একটি নসিমনের ধাকায় নাসিমন চালক রুবেল নিহত হয়।
উভয় ঘটনায় থানায় পৃথক পৃথক মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম।