মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সদর উপজেলার ১৩ টি ইউনিয়ন ও পৌরসভার ৯ টি ওয়ার্ডে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত ৩ হাজার ৩শত দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঈদ উপহার পৌঁছে দিলেন তরুণ আওয়ামীলীগ নেতা লায়ন জাহিদুর রেজা চন্দন।
মাগুরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক চন্দন বুধবার অসহায় দুস্থ পরিবারের মাঝে এসব উপহার পৌঁছে দেন।
উপহার সামগ্রি বিতরণ কালে মাগুরা-০১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবুল ফকিরসহ সদর উপজেলার সব ইউনিয়ন ও পৌর ওয়ার্ডের আওয়ামীলীগ সভাপতি-সাধারণ সম্পাদক সহ অন্যন্যা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাহিদুর রেজা চন্দন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামীলীগের সকল নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে এবং তাদেরকে সহযোগিতা করতে। নেত্রির সেই আদেশ পালন করে যাচ্ছি।