আজ, বৃহস্পতিবার | ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:২২

ব্রেকিং নিউজ :

মাগুরা ডাকঘর থেকে দিনেদুপুরে ১ লক্ষ টাকা চুরি

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় ডাকঘরে ফিক্সড ডিপোজিটের টাকা জমা দিতে গিয়ে ১ লক্ষ টাকা খোয়ালেন সমরেন বালা নামে একজন পল্লি চিকিত্সক। রবিবার দুপুরে মাগুরা প্রধান ডাকঘরে গেলে দুই দুষ্কৃতকারির কবলে পড়েন তিনি।

মাগুরার শ্রীপুর উপজেলার বিষ্ণুপুর গ্রামের কুমারেশ বালার ছেলে সমরেন বালা জানান, তিনি সকাল ১১টার স্ত্রী ও শিশু পুত্রকে নিয়ে মাগুরা প্রধান ডাকঘরে যান। ফিক্সড ডিপোজিটের জন্যে তিনি একটি কালো রঙের কাপড়ের ব্যাগে ১ লক্ষ টাকার দুটি বাণ্ডিল নিয়ে ডাকঘরে প্রবেশের পরই শার্টপ্যান্ট পরা দুই যুবক তার পিছু নেয়। টাকার ব্যাগটি তার কাঁধেই ঝোলানো। কিন্তু টাকা জমা ফরমের জন্যে ডাকঘরের ভিতরে বাম পাশের কাউণ্টারে গেলে ওই দুই যুবকের একজন তার পিছনে এবং ডানপাশ ঘিরে দাঁড়িয়ে থাকে। এ সময় পেছনে দাঁড়িয়ে থাকা যুবকটি ব্লেড দিয়ে তার কাঁধে ঝোলানো ব্যাগের নীচ থেকে কেটে ১ লক্ষ টাকার একটি বাণ্ডিল বের করে নেয়।

 

দূস্কৃতকারিরা একসঙ্গে ডাকঘর থেকে বের হয়ে যাওয়ার অন্তত ১৫ মিনিট পর তিনি বিষয়টি বুঝতে পারেন বলে সমরেন বালা জানান।

মাগুরা প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার বিএম নাজমুল হুদা জানান, বিষয়টি জানতে পেরে সদর থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর ডাকঘর থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। খুব শিগগিরই দূস্কৃতকারীদের আটক করা সম্ভব হবে বলে আশা করছি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology