মাগুরা প্রতিদিন : মাগুরায় ৮ মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে সদরে রানা আমির ওসমান এবং শ্রীপুরে শরীয়াত উল্লাহ মিয়া রাজন নির্বাচিত হয়েছেন।
ভোট গণনা শেষে বেসরকারি ফলাফল অনুযায়ী মাগুরা সদর উপজেলা পরিষদে জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক রানা আমির ওসমান ৮৩ হাজার ৫৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জেলা আওয়ামী লীগ প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম পেয়েছেন ৫০ হাজার ৮৬৩ ভোট।
এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বাহারুল ইসলাম এবং সোনিয়া খাতুন।
অন্যদিকে শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগ কর্মী শরীয়াত উল্লাহ মিয়া রাজন ৪৪ হাজার ৯৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা আওয়ামী লীগ নেতা মুতাসিম বিল্লাহ সংগ্রাম পেয়েছেন ২৯ হাজার ২৮১ ভোট। গতবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মাহমুদুল গণি শাহিন পেয়েছেন মাত্র ১৩ হাজার ৯৬৮ ভোট।
এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বাবুল রেজা এবং নারগিস সুলতানা।