আজ, মঙ্গলবার | ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | বিকাল ৩:৫৮

ব্রেকিং নিউজ :
বিজয়ের মাস ডিসেম্বর: রক্তস্নাত ইতিহাসে বাঙালির চূড়ান্ত স্বাধীনতার প্রাপ্তি চার দফা দাবিতে শিক্ষকদের কর্মবিরতি—মাগুরায় বার্ষিক পরীক্ষায় বিপর্যয় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কাজী কামালের দোয়া মাহফিল মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন স্মারকলিপি পেশ খালেদা জিয়ার অসুস্থতায় মনোয়ার খানের নির্বাচনী কার্যক্রম স্থগিত শালিখায় ইয়াবাসহ হৃদয় গ্রেপ্তার মাগুরার সোহান হত্যা মামলা থেকে বাণিজ্য উপদেষ্টাকে অব্যাহতি মাগুরায় খুচরা সার বিক্রিতাদের মানববন্ধন ও স্মারক লিপি পেশ চাকরির আবেদনপত্রে হিন্দু না মুসলিম, মেয়েদের বৈবাহিক পরিচয় বড় নয়-কাজী কামাল ভূমিকম্পে মাগুরার শ্রীপুর গার্মেন্টসে শতাধিক শ্রমিক আহত

মাগুরা সদর ও শ্রীপুরে ৪০ জন ডেঙ্গু আক্রান্ত

মাগুরা প্রতিনিধি : মাগুরায় গত দুই সপ্তাহে মোট ৪০ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। এরমধ্যে ২ জনকে ঢাকায় পাঠানো হয়েছে এবং ২৯ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বাকি ৯ জন রোগী মাগুরা ও শ্রীপুর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

পরিস্থিতি মোকাবেলায় সকলকে নিজ নিজ আঙিনা-ঝোপঝাড় পরিস্কার পরিচ্ছন্নতার পাশাপাশি মশারি ব্যবহারের পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

মাগুরা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় ডেঙ্গু প্রকোপ সদর ও শ্রীপুর উপজেলাতেই। মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে এ পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সর্বমোট ২৪ জন ভর্তি হয়েছে। এরমধ্যে ২১ জনকে ইতোমধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে এখানে চিকিৎসা নিচ্ছে মাত্র ৩ জন।

অন্যদিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত মোট ১৬ জন রোগী সনাক্ত হয়েছে। এদের মধ্যে ১০ জনকে ইতোমধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে। বাকি ৬ জন সেখানে চিকিৎসা নিচ্ছে।

মাগুরা সিভিল সার্জন ডাঃ শহীদুল্লাহ দেওয়ান জানান, জেলার প্রতিটি হাসপাতালে ইতোমধ্যে আলাদা ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে। তাদের চিকিৎসায় স্থানীয় চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা কাজ করে যাচ্ছেন।

এ ছাড়া আক্রান্ত রোগীর সংখ্যা যাতে বৃদ্ধি না পায় সে লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় সচেতনতামূলক বিভিন্ন প্রচারণার পাশাপাশি পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন এলাকায় মসক নিধন কার্যক্রম চালানো হচ্ছে বলে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology