মাগুরা প্রতিদিন ডটকম : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় শালিখা উপজেলার ৭টি কিশোর-কিশোরী ক্লাবের মধ্যে হারমোনিয়াম ও তবলা বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় কিশোর কিশোরী ক্লাব প্রকল্পের আওতায় শালিখা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে সংশ্লিষ্ট ক্লাবের শিক্ষকদের মাঝে এসব বাদ্যযন্ত্র বিতরণ করেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোঃ বাতেন।
এ সময় শালিখা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, সাংবাদিক দীপক চক্রবর্তী, তুহিন ইসলাম, শহীদুজ্জামান চাঁদ, ক্লাবের জেন্ডারপ্রোমোটার হুসাইন আলীসহ উপজেলার ৭টি ইউনিয়নের মহিলা মেম্বর ও সংগীত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য উপজেলার ৭ টি কিশোর কিশোরী ক্লাবের মধ্যে ৭ টি হারমোনিয়াম ও ৭ জোড়া তবলা বিতরণ করা হয়।