আজ, বুধবার | ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | দুপুর ১:৪০

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে বিএনপি নেতাদের বিরুদ্ধে হয়রানি মূলক মামলা ও চাঁদাবাজির অভিযোগ মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার জাতীয় সঙ্গীত নিয়ে চক্রান্তের প্রতিবাদে মাগুরায় উদীচীর সঙ্গীত পরিবেশন মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদী মার্চ অনুষ্ঠিত মাগুরা সদর থানার ওসিকে প্রত্যাহারে ছাত্রদের আলটিমেটাম মাগুরায় নতুন পুলিশ সুপারের যোগদান গুলিতে নিহত শাহরিয়ার সোহানের দাফন শ্রীপুরে সম্পন্ন মাগুরায় মটর সাইকেলের ধাক্কায় পথচারির মৃত্যু জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মাগুরা প্রেসক্লাবকে সাউন্ড সিস্টেম প্রদান চাকরি জাতীয়করণের দাবিতে মাগুরায় আনসার সদস্যদের মানববন্ধন সমাবেশ

শ্রীকোলের ১০টি কেন্দ্রে শাহীনের ভোট মাত্র ১৬৪টি!


নিজস্ব প্রতিবেদক : মাগুরার শ্রীপুরে দুই মেয়াদে দীর্ঘ ১০ বছর উপজেলা চেয়ারম্যান থাকার পরও এবারের উপজেলা পরিষদ নির্বাচনে শ্রীকোল ইউনিয়নের ১০টি কেন্দ্রে মাত্র ১৬৪াট ভোট পাওয়ার হাস্যকর রেকর্ড করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহীন।

তিনি এই ১০টি কেন্দ্রের মধ্যে সবেচেয়ে বেশি ৫৯টি ভোট পেয়েছেন শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে। আর সবেচেয়ে কম ৪টি ভোট পেয়েছেন দোসতীনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। অথচ ২০১৮ সালের উপজেলা পরিষদ নির্বাচনে সরকারিভাবে ঘোষিত ফলাফল থেকে দেখা গেছে একেবারেই উলটো চিত্র।

এবার ৮ মে অনুষ্ঠিত শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে শ্রীকোল ইউনিয়নের ভোটারগণ কেন মিয়া মাহমুদুল গনি শাহীন এতোটা নিষ্ঠুর নির্মমভাবে প্রত্যাখান করলো তা নিয়ে চায়ের দোকান, আলাপে-আড্ডায় চলছে বিস্তর আলোচনা। শ্রীকোলে তাঁর এই ভোট প্রাপ্তি নিয়ে সর্বত্র হাস্যরসও তৈরি হয়েছে।

মাগুরা জেলা সহকারি রিটার্নিং অফিসার প্রদত্ত তথ্য মতে, শ্রীকোল ইউনিয়নে ১০টি কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২৪ হাজার ৩৬৩ জন। সদ্যসমাপ্ত নির্বাচনে শ্রীকোলের ১০টি কেন্দ্রে গড়ে ৬২ শতাংশের বেশি ভোট পড়েছে। কিন্তু সাবেক উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহীন কোনো ভোটই টানতে পারেননি।

ভোট বিশ্লেষণে দেখা যায়, মিয়া মাহমুদুল গনি শাহীন ১০টি কেন্দ্রের মধ্যে শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট পেয়েছেন ৫৯টি, দরিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পেয়েছেন ১৮টি, খালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পেয়েছেন ১৭টি, বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পেয়েছেন ১১টি, পূর্বশ্রীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পেয়েছেন ৫টি, খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পেয়েছেন ১০টি, টুপিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পেয়েছেন ৬টি, দোসতীনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পেয়েছেন ৪টি, বরিশাট কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পেয়েছেন ২০টি এবং বরিশাট ব্যাপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পেয়েছেন ১০টি ভোট। সবমিলিয়ে তাঁর মোট ভোট প্রাপ্তি মাত্র ১৬৪টি।

শ্রীকোল ইউনিয়নের অনেকেই জানিয়েছেন, বিগত দিনে মিয়া মাহমুদুল গনি শাহীন জেলা রাজনীতির নানান মেরুকরণে বিশেষ সুবিধা পাওয়ায় শ্রীকোল ইউনিয়নের সাধারণ মানুষ তাঁর ওপর একটু বেশিই ত্যক্ত-বিরক্ত ছিল। ব্যালট ব্যাক্সের মাধ্যমে সাধারণ মানুষ তাই সঠিক বার্তা দিতে ভুল করেনি। এ ছাড়া উপজেলা চেয়ারম্যান পদে দ্ইু হেভিওয়েট প্রাথীর বাড়ি শ্রীকোল ইউনিয়নে হওয়ায় কারণে মিয়া মাহমুদুল গনি শাহীন এই ইউনিয়নের ভোট যুদ্ধে পাত্তাই পাননি।

শ্রীকোল ইউনিয়নের ১০টি কেন্দ্রে ভোট প্রাপ্তির হিসেবে সর্বোচ্চ ৯ হাজার ৪৪৩টি ভোট পেয়েছেন মটর সাইকেল প্রতীকে জয়ী উপজেলা চেয়ারম্যান শরীয়ত উল্লাহ হোসেন মিয়া রাজন। দ্বিতীয় সর্বোচ্চ ৬ হাজার ১২১টি ভোট পেয়েছেন রাজনের নিকটতম প্রতিদ্ব›দ্বী এম. এম. মোতাসিম বিল্লাহ সংগ্রাম। গত ৮ মে বুধবার মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৪৪ হাজার ৯৪৭ ভোট পেয়ে প্রথমবারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শরীয়ত উল্লাহ হোসেন মিয়া রাজন। রাজনের নিকটতম প্রতিদ্ব›দ্বী এম. এম. মোতাসিম বিল্লাহ সংগ্রাম ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২৯ হাজার ২৮১ ভোট।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology