আজ, বৃহস্পতিবার | ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | দুপুর ১:১৯

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে গ্রামীণ বিরোধে ক্ষতিগ্রস্ত পরিবারে যুবদল নেতার ঢেউটিন বিতরণ   মাগুরায় রাস্তার পাশে শ্রমিক লীগ নেতার মরদেহ কাউকে চাঁদাবাজী করতে দেবো না-মাগুরায় জামায়াতের আমীর ডা. শফিকুর রাজনীতিক ইকবাল আখতার খান কাফুর এবং কিছু কথা মাগুরা আইনজীবী সমিতির নির্বাচনে কল্লোল সভাপতি টগর সম্পাদক নির্বাচিত ছাত্রলীগ নেত্রী নিশি এবং সুস্মিতা গ্রেফতার শালিখায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ও তারণ্যের উৎস উদ্বোধন মাগুরা পৌরসভার সাবেক মেয়র ইকবাল আকতার খান কাফুরের ইন্তেকাল মাগুরার সাবেক এমপি শিখর এবং স্ত্রীর নামে দুদকে মামলা মাগুরায় ছাত্র আন্দোলনে নিহত রাব্বির সন্তানের দায়িত্ব নিলেন তারেক রহমান

শ্রীপুর বাহিনীর বীর মুক্তিযোদ্ধা খোন্দকার আবু হাসান অসুস্থ

নিজস্ব প্রতিবেদক : শ্রীপুরবাহিনী তথা আকবরবাহিনীর বীর মুক্তিযোদ্ধা, সাবেক ছাত্রলীগ নেতা, শ্রীপুরের খামারপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা খোন্দকার আবু হাসান দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছেন নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার দিঘীবরাবোতে।

জানা যায়, বেশ কয়েক মাস ধরেই তিনি ফুসফুস, কিডনি ও ডায়াবেটিস সমস্যায় ভুগছেন। মাঝে শারীরিক অবস্থার অনেক অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে একটানা চিকিৎসা চলে। একুট সুস্থ হলে তাঁকে বাসায় নেওয়া হয়। বর্তমানে অসুস্থ অবস্থায় বাসাতেই আছেন তিনি। তবে আগের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন বর্তমানে তিনি চলাফেরা করতে পারেন না। কথাও ঠিকমতো বলতে পারছেন না। কানেও কম শোনেন।

এদিকে তাঁর চিকিৎসা বাবদ এ পর্যন্ত পরিবারের অনেক অর্থ ব্যয় হয়েছে বলে তাঁর স্ত্রী ও সন্তানেরা জানান। শ্রীপুর বাহিনীর বীর মুক্তিযোদ্ধা খোন্দকার আবু হাসানের সুচিকিৎসার দাবি করেছেন পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, শ্রীপুর বাহিনীর বীর মুক্তিযোদ্ধা খোন্দকার আবু হাসান মুক্তিযুদ্ধের সময় খুবই সাহসী ভূমিকা পালন করেন। তিনি অধিনায়ক আকবর হোসেনের অত্যন্ত বিশ্বস্ত একজন যোদ্ধা হিসেবে বিভিন্ন যুদ্ধে অংশ নেন। একই সাথে অধিনায়ক আকবর হোসেনের নির্দেশে শ্রীপুরের বিভিন্ন এলাকা বিশেষ করে হিন্দু পল্লীতে লুটপাটকারীদের দমনে সাহসী ভূমিকা রাখেন।

মুক্তিযুদ্ধের সময় খোন্দকার আবু হাসানের বাবা সুজায়েত খোন্দকার, চাচা নাজাত খোন্দকারসহ অন্যান্য ভাই সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology