মাগুরা প্রতিদিন ডটকম : সংস্কার ও উন্নয়ন কাজ শেষে রবিবার মাগুরার অফিসার্স ক্লাব হিসেবে পরিচিত দিনান্ত ক্লাব এর উদ্বোধন করা হয়েছে। দুপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাবের উদ্বোধন করেন।
মাগুরা জেলা প্রশাসক দিনান্ত ক্লাব সভাপতি ডক্টর আশরাফুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্লাব সম্পাদক মাগুরা পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা, জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফম আবদুল ফাত্তাহ, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, পৌর মেয়র জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক খুরশিদ হায়দার টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম, মাগুরা জেলা আনসার এডজুট্যান্ট, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সদর উপজেলা নির্বাহি অফিসার সুফিয়ান প্রমুখ।
মাগুরা জেলা পরিষদ ও পৌরসভার অর্থায়নে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে দিনান্ত ক্লাবের সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে। এর ফলে ক্লাবটি মাগুরার শিল্প-সাহিত্য, ক্রিড়া এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ পাবে বলে ক্লাব কর্মকর্তারা জাানান।