মাগুরা প্রতিদিন ডটকম : হিংসা-বিদ্বেষ ও সাম্প্রদায়িকতা রুখে দাঁড়ান–এই শ্লোগান নিয়ে মঙ্গলবার মাগুরায় স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দেশব্যাপী সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে বিকাল সাড়ে ৪ টায় শহরের চৌরঙ্গী মোড়ে অনুষ্ঠিত সাংস্কৃতিক সমাবেশে জেলা শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী কুশলীরা অংশ নেন।
প্রগতিশীল সংস্কৃতি-কর্মীবৃন্দের ব্যানারে আয়োজিত সাংস্কৃতিক সমাবেশে বক্তব্য রাখেন কবি বিকাশ মজুমদার, শামীম খান, ওয়ালিউজ্জামান রিংকু, সাংবাদিক আকম মোখলেছুর রহমান, জাসদ নেতা সমীর চক্রবর্তি, বিশ্বজিত চক্রবর্তিসহ আরও অনেকে।
দেশের বিভিন্ন স্থানে মন্দির, পূজা মণ্ডপ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা, অগ্নিসংযোগের প্রতিবাদে স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করেন।