আজ, মঙ্গলবার | ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | রাত ১১:১৯


সড়ক আইনের ৭৯ ধারা বাতিলের দাবীতে মাগুরায় মানববন্ধন বিক্ষোভ সমাবেশ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সড়ক পরিবহণ আইনের ৭৯ ধারা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা কার-মাইক্রোবাস মালিক শ্রমিক কল্যাণ সমিতি।

বুধবার সকালে শহরের ভায়নার মোড় মাইক্রোবাস স্টাণ্ড এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে জেলা শহরের ২শতাধিক মাইক্রোবাস মালিক ও শ্রমিক অংশ নেন।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা জেলা মাইক্রোবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শামিম হোসেন লিটন, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বকুল, সহ-সভাপতি সবুজ সাহাসহ অন্যরা।

সড়ক পরিবহণ আইনের ৭৯ ধারা বাস্তবায়িত হলে অধিকাংশ মাইক্রোবাস মালিকই ব্যবসা করতে পারবেন না। গণ-পরিবহণ চলাচলে যার নেতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে দেশের কয়েক লাখ মালিক ও শ্রমিক বেকার হয়ে পড়বে। এ অবস্থায় তারা এ আইনের সংস্কার ও গণমুখি আইন প্রণয়নের দাবী জানান সমাবেশের বক্তারা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology