আজ, সোমবার | ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | সকাল ৬:০২

ব্রেকিং নিউজ :
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কাজী কামালের দোয়া মাহফিল মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন স্মারকলিপি পেশ খালেদা জিয়ার অসুস্থতায় মনোয়ার খানের নির্বাচনী কার্যক্রম স্থগিত শালিখায় ইয়াবাসহ হৃদয় গ্রেপ্তার মাগুরার সোহান হত্যা মামলা থেকে বাণিজ্য উপদেষ্টাকে অব্যাহতি মাগুরায় খুচরা সার বিক্রিতাদের মানববন্ধন ও স্মারক লিপি পেশ চাকরির আবেদনপত্রে হিন্দু না মুসলিম, মেয়েদের বৈবাহিক পরিচয় বড় নয়-কাজী কামাল ভূমিকম্পে মাগুরার শ্রীপুর গার্মেন্টসে শতাধিক শ্রমিক আহত মির্জা শিপনের রিট আবেদনে চট্টগ্রাম বন্দর চুক্তির সকল কার্যক্রম স্থগিত মাগুরা-১ আসনে গণফোরামের প্রার্থী হচ্ছে ডা. মিজান

একাডেমি স্কুলের প্রাক্তন ছাত্র কণ্ঠশিল্পী মনি কিশোরের রহস্যজনক মৃত্যু

মাগুরা প্রতিদিন : নব্বইয়ের দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী, সাবেক ফুটবলার এবং মাগুরা এজি একাডেমি স্কুলের সাবেক শিক্ষার্থী প্রিয় মনি কিশোর মারা গেছেন।

১৯ অক্টোবর রাজধানীর রামপুরার বাসা থেকে শনিবার তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, চার থেকে পাঁচ দিন আগে তাঁর মৃত্যু হয়েছে।

এক সময়ের জনপ্রিয় এই গায়কের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়। তবে রামপুরা থানার পুলিশ জানিয়েছে, শিল্পী মনি কিশোরের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এ প্রসঙ্গে রামপুরা থানার এসআই খান আবদুর রহমান প্রথম আলোকে জানান, মনি কিশোরের ফ্ল্যাটের দরজা ভেতরের দিক থেকে আটকানো ছিল। কয়েক দিন সেই বাসা থেকে কোনো সাড়াশব্দ পাননি প্রতিবেশীরা। একসময় গন্ধ পেয়ে পাশের ফ্ল্যাটের লোকজন জরুরি জাতীয় জরুরি নম্বর সেবা ৯৯৯–এ কল দেয়। পরে পুলিশ দিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে বলেও জানান তিনি। মনি কিশোর বেশ কিছুদিন ধরেই গান থেকে দূরে ছিলেন। বহুবিধ কারণে হতাশও ছিলেন। মাঝে কিছুদিন তিনি আমেরিকাতেও ছিলেন।

মনি কিশোরের পারিবারিক নাম মনি মণ্ডল। পাঁচ শতাধিক গানে কণ্ঠ তিনি দিয়েছেন। ক্যাসেট প্লেয়ারের যুগে চুটিয়ে কাজ করেছেন। নব্বই দশকে তাঁর অনেকগুলো অ্যালবাম বের হয়। তাঁর জনপ্রিয় গানের মধ্যে ‘কী ছিলে আমার’, ‘সেই দুটি চোখ কোথায় তোমার’, ‘তুমি শুধু আমারই জন্য’, ‘মুখে বলো ভালোবাসি’, ‘আমি মরে গেলে জানি তুমি’ ইত্যাদি উল্লেখযোগ্য। তাঁর সবচেয়ে শ্রোতাপ্রিয় গান ‘কী ছিলে আমার’ তাঁরই সুর করা, তাঁরই লেখা। এই জনপ্রিয় গানটি পরে উত্তম আকাশ পরিচালিত ‘কে অপরাধী’ ছবিতে ব্যবহার করা হয়। ছবিতে নায়ক ওমর সানী গানটিতে লিপ করেন।

মনি কিশোর ছোটবেলা থেকেই গান গাওয়ার পাশাপাশি ফুটবল খেলতেন। মাগুরা একাডেমি স্কুলে পড়ার সময় স্কুল টিমের হয়ে নিয়মিত খেলতেন। নব্বই দশকে মাগুরার বিভিন্ন প্রোগামে তিনি অসংখ্যবার সঙ্গীত পরিবেশন করেছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology