আজ, বৃহস্পতিবার | ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | রাত ৮:০৫

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী রাজন-সংগ্রামের কর্মীদের মধ্যে সংঘর্ষ জমে উঠেছে শ্রীপুর উপজেলা চেয়ারম্যান নির্বাচন মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন বৃষ্টির প্রার্থনায় নামাজ পড়ে কাঁদলেন শ্রীপুরের মুসল্লিরা মহম্মদপুরে সড়ক দূর্ঘটনায় শিক্ষকের মৃত্যু মাগুরায় প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ মাগুরায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহিদুর রেজা চন্দন ও নবীব আলী মহম্মদপুরে চেয়ারম্যান পদে ৯ জন শালিখায় ৫ জনের মনোনয়ন পত্র জমা স্মৃতির আয়নায় প্রিয় শিক্ষক কাজী ফয়জুর রহমান স্মৃতির আয়নায় প্রিয় শিক্ষক কাজী ফয়জুর রহমান

নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন সাকিব

মাগুরা প্রতিদিন ডটকম : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন সাকিব আল হাসান। প্রতিবেশি রাষ্ট্রের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজেকে সম্মানিত বোধ করছেন বলে মনে করেন মাগুরা জেলার সন্তান অল রাউন্ডার ক্রিকেটার সাকিব।

একই সঙ্গে মোদীর নেতৃত্বের প্রশংসাও করেছেন কলকাতা নাইট রাইডার্সের এই অলরাউন্ডার। এই সাক্ষাতকার অনুষ্ঠানে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজাও উপস্থিত ছিলেন।

একটি ভিডিও বার্তায় সাকিব বলেন, “ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে সম্মানিত বোধ করছি। বাংলাদেশে তাঁর এই সফরে দুই দেশই লাভবান হবে। তিনি ভারতকে দুর্দান্ত ভাবে নেতৃত্ব দিচ্ছেন। আমার বিশ্বাস তাঁর নেতৃত্বে ভারত আরও সমৃদ্ধি অর্জন করবে। আশা করি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক দিনে দিনে ভবিষ্যতে উন্নত হবে।”

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিতে ২৬ মার্চ শুক্রবার ঢাকায় আসেন ভারতের প্রধানমন্ত্রী। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিনি দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন।

ঢাকা পৌঁছানোর পর বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী বাংলাদেশের একাধিক কৃতীদের সঙ্গে দেখা করেন মোদী। সাকিব আল হাসান ও মাশরাফি ছাড়াও সাক্ষাতকার প্রার্থিদের দলে ছিলেন মহিলা ক্রিকেটার সালমা খাতুন, জাহানারা আলম, অভিনেত্রী জয়া আহসান, নুসরাত ফারিয়া, চিত্র পরিচালক রেদোয়ান রনি।
সূত্র : আনন্দবাজার পত্রিকা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology