মাগুরা প্রতিদিন : মাগুরা সদর উপজেলার পল্লী বিদ্যুৎ অফিস এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে বৃহস্পতিবার দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন।
মাগুরার ব্যস্ততম এই এলাকায় দীর্ঘদিন ধরে হাইড্রোলিক হর্ন ও অতিরিক্ত শব্দসৃষ্টিকারী যানবাহনের কারণে স্থানীয়দের ভোগান্তি বাড়ছিল।
অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে শব্দদূষণকারী ৭টি মোটরযানের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী মোট সাড়ে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একইসঙ্গে নিষিদ্ধ ঘোষিত ৯টি হাইড্রোলিক হর্ন জব্দ করে নষ্ট করার প্রক্রিয়া শুরু করা হয়, যাতে এগুলো পুনরায় ব্যবহার না হতে পারে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মাগুরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রাফাত আল মেহেদী এবং মো. সিরাজুল ইসলাম। অভিযানের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শোয়াইব মোহাম্মদ শোয়েব।
শোয়াইব মোহাম্মদ শোয়েব বলেন, শব্দদূষণ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর সরাসরি বিরূপ প্রভাব ফেলে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও আবাসিক এলাকায় হাইড্রোলিক হর্নের ব্যবহার অত্যন্ত ক্ষতিকর। তাই আইন অনুযায়ী এসব হর্ন কঠোরভাবে নিষিদ্ধ। জনস্বার্থে নিয়মিত নজরদারি, সচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগ—এই তিনটি দিককে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অভিযানে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, আনসার সদস্য ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন। স্থানীয়রা শব্দদূষণ নিয়ন্ত্রণে এমন নিয়মিত অভিযান চালিয়ে যাওয়ার জন্য প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেন।