আজ, বৃহস্পতিবার | ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | সকাল ৮:৩০

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী রাজন-সংগ্রামের কর্মীদের মধ্যে সংঘর্ষ জমে উঠেছে শ্রীপুর উপজেলা চেয়ারম্যান নির্বাচন মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন বৃষ্টির প্রার্থনায় নামাজ পড়ে কাঁদলেন শ্রীপুরের মুসল্লিরা মহম্মদপুরে সড়ক দূর্ঘটনায় শিক্ষকের মৃত্যু মাগুরায় প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ মাগুরায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহিদুর রেজা চন্দন ও নবীব আলী মহম্মদপুরে চেয়ারম্যান পদে ৯ জন শালিখায় ৫ জনের মনোনয়ন পত্র জমা স্মৃতির আয়নায় প্রিয় শিক্ষক কাজী ফয়জুর রহমান স্মৃতির আয়নায় প্রিয় শিক্ষক কাজী ফয়জুর রহমান

মাগুরায় সাকিবের নির্বাচনে জামানত হারালেন সবাই

মাগুরা প্রতিদিন : মাগুরা-১ আসনের নির্বাচনে সাকিব আল হাসানের প্রতিদ্বন্দ্বি সকল প্রার্থীই নিজেদের জামানত হারিয়েছেন। এমনকি প্রতিদ্বন্দ্বি সকল প্রার্থীর ভোট একজোট করলেও সেই সংখ্যা একজন প্রার্থীর জামানত ফেরত পেতে অনিবার্য ভোটের চেয়ে অনেক কম।

দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা জেলার সদর উপজেলা (৪ ইউনিয়ন বাদে) এবং শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। তার প্রতিদ্বন্দ্বি ছিলেন বাংলাদেশ কংগ্রেস দলের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, জাতীয় পার্টি (এরশাদ) প্রার্থী সিরাজুস সায়েফিন সাইফ, তৃণমূল বিএনপি প্রার্থী সঞ্জয় রায় রনি এবং বিএনএফ প্রার্থী কেএম মোতাসিম বিল্লা।

মাগুরা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মাগুরা-১ আসনে মোট ৪ লক্ষ ৪৮৫ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ২ লক্ষ ২৯১ জন। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ প্রার্থী সাকিব আল হাসান নৌকা প্রতিকে পেয়েছেন ১ লক্ষ ৮৫ হাজার ৩৮৮ ভোট। সাকিবের নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ কংগ্রেস প্রার্থী অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন ডাব প্রতিকে পেয়েছেন ৫ হাজার ৯৭৩ ভোট।

নির্বাচন কমিশনের শর্তমতে প্রদত্ত ভোটের ৮ ভাগের একভাগ ভোট পেলে প্রতিদ্বন্দ্বি প্রার্থী তার জামানত ফিরে পেতে পারেন। সেক্ষেত্রে এ আসনের প্রদত্ত ভোটের হিসাবে অনিবার্য ২৫ হাজার ৩৬ ভোট। বিধায় নিকটতম প্রতিদ্বন্দ্বি হওয়া সত্তে¡ও বাংলাদেশ কংগ্রেস প্রার্থী তার জামানত ফেরত পাওয়ার যোগ্যতা হারিয়েছেন।

একইভাবে প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টি প্রার্থী সিরাজুস সায়েফিন সাইনের লাঙ্গল মার্কায় ভোট পড়েছে ২ হাজার ৩৪৩ ভোট, তৃণমূল বিএনপি প্রার্থী সঞ্জয় রায় রনির সোনালী আঁশ প্রতীকে ৮৬৮ ভোট এবং বিএনএফ প্রার্থী কেএম মোতাসিম বিল্লা’র টেলিভিশনে ভোট পড়েছে ৬৫৪ ভোট। তারাও জামানত ফিরে পাওয়ার যোগ্যতা হারিয়েছেন।

মাগুরা জেলা নির্বাচন অফিসার মোঃ মাসুদুর রহমান বলেন, মাগুরা-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী ছাড়া প্রতিদ্বন্দ্বি ৪ প্রার্থীর কেউই প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট পাননি। বিধায় তারা জামানত ফেরত পাবার যোগ্যতা হারিয়েছেন। একই ভাবে মাগুরা-২ আসনেও আওয়ামী লীগ প্রার্থী ছাড়া প্রতিদ্বন্দ্বি সকল প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।

মাগুরা-২ আসনের মোট ভোটার ৩ লক্ষ ৮৭ হাজার ৪৩৫ জন। এরমধ্যে ১ লক্ষ ৭৭ হাজার ৯৬৯ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। এ আসনের আওয়ামী লীগ প্রার্থী ডক্টর বীরেন শিকদার নৌকা প্রতিকে পেয়েছেন ১ লক্ষ ৫৬ হাজার ৪৮৭ ভোট। প্রতিদ্বন্দ্বি প্রার্থী জাতীয় পার্টির মোঃ মুরাদ আলি লাঙ্গল প্রতিকে পেয়েছেন ১৩ হাজার ২৬২ ভোট, স্বতন্ত্র প্রার্থী মশিয়ার রহমান ঈগল প্রতিকে পেয়েছেন ৬ হাজার ৪৪ ভোট, বাংলাদেশ কংগ্রেস প্রার্থী অ্যাডভোকেট রেজাউল হোসেন ডাব প্রতিকে পেয়েছেন ১ হাজার ১২৮ ভোট, তৃণমূল বিএনপি প্রার্থী আখিদুল ইসলাম সোনালী আঁশ প্রতিকে ৬৩৪ ভোট এবং বাংলাদেশ সুপ্রীম পার্টির প্রার্থী আসাদজ্জামান পেয়েছেন ৪১৪ ভোট।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology