আজ, বুধবার | ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | সকাল ৯:২৪


মাগুরার দুটি আসনে জাতীয় পার্টির প্রার্থী চুড়ান্ত

মাগুরা প্রতিদিন : আগামী সংসদ নির্বাচনে মাগুরার দুটি আসনে জাতীয় পার্টির প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

মাগুরা-১ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক সিরাজুস সায়েফিন সাঈফ এবং মাগুরা-২ আসনে মনোনয়ন পেয়েছেন মহম্মদপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুরাদ আলী।

সোমবার বিকালে রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

এ সময় ৩০০ আসনের মধ্যে ২৮৯টির প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি। বাকি ১১টি আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে জানান তিনি।

মাগুরা জেলা জাতীয় পার্টি সভাপতি মোছা: সেলিনা হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology