আজ, শুক্রবার | ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ভোর ৫:৫২


মাগুরায় আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীলীগপন্থীদের বিজয়

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা জেলা আইনজীবী সমিতির ২০২১ বার্ষিক নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পদকসহ অন্যান্য পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন শেষে সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতি ভবনে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দি¦তায় এডভোকেট আব্দুল মজিদ এবং সাধারণ সম্পাদক পদে এডভোকেট রাশেদ মাহমুদ শাহিন নির্বাচিত হয়েছেন।

এছাড়া বাকি ১৫টি পদে বিজয়ীরা হলেন সহ-সভাপতি সামছুল আলম, যুগ্ম সম্পাদক (ফৌজদারী) নুরুজ্জামান শাহিন, যুগ্ম সম্পাদক (দেওয়ানী) শেখ গোলাম নবী শাহীন।

ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোছাম্মদ অজেদা সিদ্দিকী, হিসাব নিরী¶ক পদে মোহাম্মদ মশিয়ার রহমান এবং গ্রন্থাগারিক সম্পাদক আয়ুব হোসেন সুরুজ নির্বাচিত হয়েছেন।  তবে কোষাধ্যক্ষ পদে মাগুরা জেলা জাসদ নেতা মিজানুর রহমান ফিরোজ নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হচ্ছেন আকম মোখলেছুর রহমান, মনিরুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, শামসুল হুদা চৌধুরী, আইয়ুব হোসেন এবং রিংকু রাণী গুহ।

জেলা আইনজীবী সমিতির ২৬২ জন আইনজীবী ভোটারের মধ্যে ১৮০ জন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে সন্ধ্যায় দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার এডভোকেট সাজিদুর রহমান সংগ্রাম এ ফলাফল ঘোষণা করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology