আজ, শনিবার | ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | বিকাল ৪:০০

ব্রেকিং নিউজ :

মাগুরায় দুদকের গণশুনানীতে অভিযুক্ত সরকারি কর্মকর্তা-কর্মচারিরা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার সকালে দুর্নীতি দমন কমিশন এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন এলাকার ৩০ জন তাদের লিখিত অভিযোগ এ গণশুনানীতে উপস্থাপন করেন।

মাগুরা জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত গণশুনানীতে দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুনানী গ্রহণ করেন।

মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সঞ্চালনায় জেলার ২৫০ শয্যার হাসপাতালের চিকিৎসকদের ক্লিনিক বাণিজ্য, দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন, কারাগারে নি¤œমানের খাদ্য সরবরাহ, কৃষকদের কাছ থেকে ধান চাল সংগ্রহে সিন্ডিকেট বাণিজ্য, ভুমি অফিসে নানা অনিয়ম, সাব রেজিষ্ট্রারদের দুর্নীতির মাধ্যমে দলিল লেখকদের অবৈধ অর্থ উপার্জন, বিআরটিএর হয়রানি, দালালদের দৌরাত্ম, সেটেলমেন্ট অফিসে নানা অনিয়ম দুর্নীতির বিষয়ে অভিযোগ উত্থাপিত হয়।

শুনানির আগে উপস্থিত গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের মধ্যে পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, দুদক খুলনা অঞ্চলের পরিচালক আব্দুল গফফার, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু প্রমুখ বক্তব্য রাখেন।

উত্থাপিত অভিযোগসমূহ দুদকের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কর্মকর্তা, স্থানীয় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মাধ্যমে তদন্ত পূবর্ক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology